.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


Tags: Electronics

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩৫] :: আপনার দোকান বা বাড়ির বাহিরের বাল্বকে অটো সিস্টেমে on/off করুন!

সবাই কেমন আছেন? অনেক দিন পর আজকে টিউন লেখতে বসলাম। কাজের চাপে আগের মত আর সময় পাই না। ইলেকট্রোনিক্স বিভাগে দেখলাম, অনেকেই অনেক অনেক টিউন করেছেন। তাদের এই টিউন করা দেখে আমার মনে একটু সখ জাগলো। তাই লিখতে বসলাম। আজকে আমি যেই টিউন করবো, এটা নিয়ে টিটিতে বেশ কিছু টিউন আছে। আজ আমি LDR এর ছোট একটা প্রজেক্ট উপহার দিবো। সার্কিট দেখার পর অনেকই বলতে পারেন, "এটা আমি অনেক আগে থেকেই জানি" বা " এটা বাচ্চাদের প্রজেক্ট" ইত্যাদি। তবুও টিউন করলাম। যারা শিখতে চায়, তাদের জন্য এই টিউন। এই রকমের টিউন অনেক আগে টিটিতে দেখেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল, টিউনে শুধু লেখাই ছিল, সার্কিট ডায়াগ্রাম ছিল না। আজ আমি অটো স্ট্রিট লাইট এর সার্কিট উপহার দিবো। সার্কিটটির কাজ হলো, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ২২০ ভোল্টের বাল্ব জ্বলে উঠবে আর সকাল হওয়ার সাথে সাথে বাল্ব বন্ধ হয়ে যাবে। ইন্টারনেটে খুজলে এই রকমের অনেক সার্কিট পাবেন। তবে মনে কিছু প্রশ্ন থেকেই যায়। যেমন, কাজ করবে তো? সব কম্পোনেন্ট পাওয়া যাবে তো? ইত্যাদি। মজার বিষয় হলো, সার্কিটটি আমার ডিজাইন করা। সার্কিটটি কাজ করবে এবং সব কম্পোনেন্ট পাওয়া যাবে। এই সার্কিটটি তাদেরই সবচেয়ে বেশি কাজে লাগবে, যারা বাড়ির বা দোকানের বাহিরের আলো রাতে জ্বলে রাখেন। আপনারা যদি এই সার্কিট কোন বক্সে সেট করে, সার্কিট থেকে বেড় হওয়া দুই তার বাহিরের আলোর সুইচের সাথে লাগান তাহলে ঐ আলো অটো কাজ করবে। যাইহোক, যদি কেউ এই সার্কিটটি তৈরি করতে চান, তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:

  • যেকোন সাইজের LDR একটি।
  • এক কিলোওহমের রেজিস্ট্যান্স দুইটি।
  • দশ কিলোওহমের রেজিস্ট্যান্স একটি।
  • Q1=Q2= যেকোন মানের NPN ট্রানজিস্টর দুইটি। আমি এখানে BC547 ব্যবহার করেছি।
  • ৫ভোল্ট বা ৬ ভোল্টের রিলে একটি।
  • সার্কিটটির পাওয়ার সাপ্লাই হিসেবে ভাল মানের মোবাইল চার্জার অথবা ৬ ভোল্টের ট্রান্সফরমার দিয়ে এ্যাডাপটার বানিয় ব্যবহার করতে পারবেন।
  • এবার নিচের ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিন।
    TTC Tunes
    ভেরোবোডে আমার সংযোগ করা সার্কিটটি দেখুন:
    TTC Tunes
    একটু লক্ষ্য করুন:
  • যদি ৫ ভোল্টের রিলে ব্যবহার করেন, তাহলে পাওয়ার হিসেবে মোবাইলের চার্জার দিয়েই ভাল কাজ করবে। কিন্তু যদি ৬ ভোল্টের রিলে ব্যবহার করেন, তাহলে মোবাইলের চার্জার দিয়ে কাজ নাও করতে পারে। এটি নির্ভর করবে মোবাইলের চার্জারেরকোয়ালিটির উপর। তবে এক্ষেত্রে ৬ ভোল্টের এ্যাডাপটার ব্যবহার করতে হবে।
  • রিলে থেকে বেড় হওয়া দুই তার, যেই আলো অটো করবেন সেটার সুইচে সংযোগ দিবেন (যদি আগে থেকে ওয়্যারিং করা থাকে)।
  • LDR টি অবশ্যই এমন জায়গায় সেট করতে হবে যেন রাতের বেলায় বাল্বের আলো এর ওপর না পরে। দরকার হলে দেওয়াল ছিদ্র করে বাহিরে LDR টি সেট করবেন।
  • যদি কেউ এটা তৈরি করতে না পারেন, তাহলে আমার কাছ থেকে কিনতে পারবেন।
  • যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন ! বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

    Back to posts
    Comments:
    [2015-08-28 11:49:06] Ovimani Rocky:

    ভাই পষ্ট টা খুব ভাল লাগলো। & এটা আমি বানানর জন্য চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ।

    [2015-08-28 12:12:17] Rubel Ttc:

    ok

    [2015-08-28 16:25:20] আনিসুর রহমান:

    LDR Ta ki

    [2015-08-28 16:28:23] Ibrahim Patwary:

    Vai aponar tune onak din thake pore sai Techtune.. Thaka apone kub valo tune koran

    [2015-08-29 00:35:21] আনিসুর রহমান:

    ভাই আমি এটা সোলার সিস্টেমে ব্যাবহার করব অর্থাত ১২ ভল্ট ব্যাটারি থেকে LED লাইট জালাব। এখানে তো রিলে ব্যাবহার না করলেও চলে নাকি।

    [2015-08-29 01:02:18] Rubel Ttc:

    ldr mane holo, light depend resistance. alor opor nirvor kore er resistance er man kombesi hoi

    [2015-08-29 01:08:14] Rubel Ttc:

    ________ ..;'.-._
    ________{-.-..-.'_,} <br /> _______{;...{,۞..'.-'} <br /> _______{..'-...;...';
    ________'-.-...
    ....-.'..;'.-.
    __.
    .;'..-.____|
    {-.-..-.'_.,} <br /> _{--..-.'.',}|{;..{,۞....-'}
    {;...{,۞....-'}|___{..'-.._;..-'; <br /> _{..'-.''.;..-'/''_'--.._....-' <br /> _'-.-....-'_/'''-;''_/╱
    _______/.',-;-'_/,-''''-.
    __,-''''-_╰._ ,╯//...-'.)
    _/....-'.)_
    |/\,,/<br /> _\,---' _|/___\/
    _________
    |/
    _______\¯¯¯¯¯¯¯/
    _______ )¯¯¯¯¯¯(
    _______/ .◊.◊.◊. \
    ______/...............\
    ______................/
    ______'________/

    thank u @ibrahim

    [2015-08-29 01:11:29] Rubel Ttc:

    cholbe,tobe alo kom hobe. full alo pete gele ei circuit use koren

    [2015-08-29 03:04:14] আনিসুর রহমান:

    LDR tar kono ohomic man ace ki othoba number?

    [2015-08-29 10:25:25] Rubel Ttc:

    na

    [2015-10-05 01:55:03] Mohammad ahasan ullah:

    emergency light a ki LDR use kora jabe??

    [2015-11-01 17:47:31] অক:

    ভাল

    [2016-01-12 02:18:10] rubelttc:

    g. jabe

    [2016-03-02 23:53:56] J alam:

    Rubal bhai tansistor ar. Bc 547.e b c dea daigaram den

    [2016-07-10 16:37:42] আহমেদ নাজিম:

    ভাই আপনার পোষ্ট ভাল লাগল চেষ্টা করবো আর না পারলে আপনার কাছ থেকে কিনব

    [2016-12-30 04:03:25] rubelttc:

    amar onno post e dekhin@ j alam

    [2016-12-30 04:05:02] rubelttc:

    ok vai najim

    [2017-04-04 19:26:48] ফয়সল আহমেদ :

    ভাই আপনার পোষ্ট গোলি আমার কোব ভাল লাগে আপনি আর বেশি করে পোষ্ট দেন

    [2018-04-24 15:06:40] Kirtaks:

    Viagra Montreal A Vendre Cialis Hipertension cialis cheapest online prices Disolving Amoxicillin Canada Z Pack


    Post a comment

    Powered by Rubel TTC .
    My Youtube Channel
    © Copyright 2008, www.rubelttc.xtgem.com.
    Email: rubelttc@yahoo.com

    Teya Salat