XtGem Forum catalog
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩৬] :: খুব সহজে অল্প খরচে ভালমানের একটি মিনি পকেট অ্যামপ্লিফায়ার তৈরী করুন!

সবাই কেমন আছেন?আজ আমি আপনাদের মাঝে খুব ছোট এবং ভাল মানের মিনি পকেট অডিও অ্যামপ্লিফায়ার সার্কিট উপহার দিব। এই সার্কিটের অনেক সুবিধা আছে। যেমন
মোবাইলের ব্যাটারি দিয়ে চলে।
পাওয়ার ব্যাংক দিয়ে চলে।
মোবাইলের চার্জার দিয়ে চলে।
৯ভোল্টের Alkaline ব্যাটারি দিয়ে চলে
USB পাওয়ার দিয়ে চলে।
আপনি ৩ থেকে ১৫ ভোল্টের ভিতরে যেকোন ধরনের পাওয়ার সাপ্লাই ব্যবহার করে এটি চালাতে পারবেন।
হেডফোন অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবেন।
এটি সাইজে খুব ছোট বলে আপনি মোবাইলের মত এটাকেও সাথে নিয়ে ঘুরতে পারবেন।
সার্কিটটিতে কোন নয়েজ হয়না।
এছাড়াও আরো অনেক সুবিধা আছে।
যদি কারো দরকার হয় তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুনঃ
একটি 0.01uF ননপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড 103।
একটি 0.1uF ননপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড 104।
একটি 100uF 25v পোলারিস্ট ক্যাপাসিটর।
একটি 4.7uF 50v পোলারিস্ট ক্যাপাসিটর।
একটি 10 ওহম রেজিস্ট্যান্স যার কালার বাদামী কালো কালো সোনালী
একটি LM386 নাম্বারের আইসি।
যেকোন রেডিও'র মাইক বা ছোট সাইজের যেকোন মাইক একটি।
এবার নিচের মত করে সংযোগ দিন।

TTC Tunes


আইসি'র পিনের নাম্বার দেখুন।

TTC Tunes


আমি তিন মিনিটে এটি ভেরোবোডে বানিয়েছি।
TTC Tunes


একটু লক্ষ্য করবেনঃ
চার্জার দিয়ে বা USB পাওয়ার দিয়ে চালানোর সময় যদি কোন নয়েজ হয় তাহলে সার্কিটের ব্যাটারির লাইনের সাথে 1uF থেকে 1000uF এর ভিতরে যেকোন মানের, যেকোন ভোল্টেজের পোলারিস্ট ক্যাপাসিটর লাগিয়ে দিবেন।
সার্কিটটিতে সঠিকভাবে সংযোগ দিবেন। ভুল সংযোগ হলে আইসি কেটে যাবে। এক্ষেত্রে আমাকে দ্বায়ী করতে পারবেন না।

আপনি চাইলে audio input এ 10k মানের ভলিউম বা ভেরিয়েবল লাগিয়ে সাউন্ড কমবেশি করতে পারবেন।

যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !


বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

Back to posts
Comments:
[2015-11-21 09:50:57] manas maji:

ami ata thik bujte parchi na

[2015-11-26 20:20:21] আ: মালেক:

ধন্যবাদ

[2015-12-10 16:25:17] tohidul:

ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই

[2015-12-30 05:26:47] Bivash:

Ic lagbe na

[2016-01-11 17:15:38] rubelttc:

call me

[2016-03-16 19:04:44] আসিফের গান:

আসিফের গান

[2016-10-10 20:06:26] শাওন:

bay ai ta sombob

[2016-12-29 19:00:27] rubelttc:

hmm


Post a comment

Powered by Rubel TTC .
My Youtube Channel
© Copyright 2008, www.rubelttc.xtgem.com.
Email: rubelttc@yahoo.com