Duck hunt
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩৭] :: এবার যেকোন বৈদ্যুতিক লোডে Password সেট করুন!

electronics

সবাই কেমন আছেন? অনেক দিন পর টিউন করতে আসলাম। আশা করি সকলের ভাল লাগবে। তবে যারা নতুন তাদের অনেক ভাল লাগবে। আজ আমি কোড লক এর ছোট একটা প্রজেক্ট উপহার দিবো। এটির মাধ্যমে আপনি লাইটে, ফ্যানে,সকেটে, মটরে বা যেকোন সুইচে password সেট করতে পারবেন। যাইহোক, যদি কেউ এই সার্কিটটি তৈরি করতে চান, তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:

  • S1-S10= যেকোন ধরনের পুশ অন সুইচ দশটি। আমি এখানে টিভির মেনু বাটনে যেই পুশ সুইচ ব্যবহার করা আছে ওটা ব্যবহার করেছি।
  • ic1= CD4017 একটি।
  • একশ কিলোওহমের রেজিস্ট্যান্স দুইটি।
  • দশ কিলোওহমের রেজিস্ট্যান্স একটি।
  • li> এক কিলোওহমের রেজিস্ট্যান্স একটি।
  • যেকোন কালারের led একটি।
  • যেকোর ভোল্টের 100 uF পোলারিস্ট ক্যাপাসিটর একটি।
  • D1-D6= যেকোন মানের রেকটিফায়ার ডায়োড ছয়টি। আমি এখানে 1N4148 ব্যবহার করেছি।
  • Q1= যেকোন মানের NPN ট্রানজিস্টর একটি। আমি এখানে BC547 ব্যবহার করেছি।
  • ৯ ভোল্ট বা ১২ ভোল্টের রিলে একটি।
  • সার্কিটটির পাওয়ার সাপ্লাই হিসেবে ৯ ভোল্টের Alkaline ব্যাটারি অথবা ৯ ভোল্টের ট্রান্সফরমার দিয়ে এ্যাডাপটার বানিয় ব্যবহার করতে পারবেন।
  • এবার নিচের ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিন।
    TTC Tunes
    ভেরোবোডে আমার সংযোগ করা সার্কিটটি দেখুন:
    TTC Tunes
    একটু লক্ষ্য করুনঃ
  • পুশ সুইচ গুলোতে ০ থেকে ৯ পর্যন্ত লেবেল লাগিয়ে নিন।
  • সার্কিটটির ডিফল্ট password হচ্ছে ১২৩৪।
  • password পরিবর্তন করতে চাইলে সার্কিট তৈরীর সময় পরিবর্তন করে নিবেন। এখানে ১ম যেই সুইচ password হিসাবে ব্যবহার করতে চান সেটাতে আইসির ৩ নং পিন থেকে, তার পরেরটা ২ নং পিন থেকে, তার পরেরটা ৪ নং পিন থেকে এবং শেষেরটা ৭ নং পিন থেকে সংযোগ দিতে হবে।
  • সঠিক password ছাড়া সার্কিটটি অন হবে না। ভুল password দিলে সার্কিটটি রিসেট হয়ে যাবে। তখন আবার প্রথম থেকে password দিতে হবে।
  • সার্কিটটিতে সুইচ অফ করতে চাইলে password ছাড়া অন্য যেকোন বাটনে চাপ দিলেই অফ হয়ে যাবে।
  • যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন ! বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

    Back to posts
    Comments:
    [2016-12-29 17:43:30] Yubi:

    vy apni to guru.. khub shok silo apnar sathe kaj korar but life ta k shomoy dite parlam na.

    [2016-12-30 03:59:21] rubelttc:

    try koren


    Post a comment

    Powered by Rubel TTC .
    My Youtube Channel
    © Copyright 2008, www.rubelttc.xtgem.com.
    Email: rubelttc@yahoo.com