Pair of Vintage Old School Fru
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


Tags: Electronics

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩৮] :: এবার যেকোন বৈদ্যুতিক লোডকে Mini Pushbutton Switch দিয়ে নিয়ন্ত্রন করুন!

সবাই কেমন ? আজ আমি যেই টিউন উপহার দিব, আশা করি সকলের ভাল লাগবে। তবে যারা নতুন তাদের অনেক ভাল লাগবে। আজ আমি Mini Pushbutton Switch দিয়ে যেকোন বৈদ্যুতিক লোডকে নিয়ন্ত্রনের ছোট একটা প্রজেক্ট উপহার দিবো। এটির মাধ্যমে আপনি লাইট, ফ্যান,সকেট, মটর বা যেকোন লোডকে Mini Pushbutton Switch দিয়ে নিয়ন্ত্রন করতে পারবেন। এখানে Mini Pushbutton Switch বলতে টিভি, ভিসিডি বা ডিভিডি ইত্যাদির মেনু বাটনে যেই ধরনের ছোট সুইচ ব্যবহার করা হয়, সেটাকে বুঝানো হয়েছে।এক কথায় যেই সুইচে চাপ দিয়ে ধরে থাকলে on হয় আর ছেড়ে দিলে off হয়। যাইহোক, যদি কেউ এই সার্কিটটি তৈরি করতে চান, তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:

  • S1= যেকোন ধরনের পুশ অন সুইচ একটি। আমি এখানে টিভির মেনু বাটনে যেই পুশ সুইচ ব্যবহার করা আছে ওটা ব্যবহার করেছি।
  • ic1= NE555 একটি।
  • R1= একশ কিলোওহমের রেজিস্ট্যান্স একটি।
  • R2=R3= দশ কিলোওহমের রেজিস্ট্যান্স দুইটি।
  • R4= 330 ওহমের রেজিস্ট্যান্স একটি।
  • li> R5= এক কিলোওহমের রেজিস্ট্যান্স একটি।
  • যেকোন কালারের led একটি।
  • C1= যেকোর ভোল্টের 10 uF পোলারিস্ট ক্যাপাসিটর একটি।
  • যেকোন মানের রেকটিফায়ার ডায়োড একটি। আমি এখানে 1N4007 ব্যবহার করেছি।
  • Q1= যেকোন মানের NPN ট্রানজিস্টর একটি। আমি এখানে BC547 ব্যবহার করেছি।
  • 6 ভোল্টের রিলে একটি।
  • সার্কিটটির পাওয়ার সাপ্লাই হিসেবে 6 ভোল্টের ব্যাটারি অথবা 6 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে এ্যাডাপটার বানিয় ব্যবহার করতে পারবেন।
  • এবার নিচের ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিন।
    TTC Tunes
    ভেরোবোডে আমার সংযোগ করা সার্কিটটি দেখুন:
    TTC Tunes
    push switch এ এক চাপ দিলেই রিলে অন হবে আর পরের চাপে রিলে অফ হয়ে যাবে। এই সার্কিটটি আপনি কোন ডিভাইসের Standby switch হিসেবে ব্যবহার করতে পারবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন ! বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

    Back to posts
    Comments:
    [2017-01-03 20:47:02] রাশেদ :

    এটি কিনে কি কাজেই লাগবে

    [2017-01-04 01:50:48] rubelttc:

    onek kaj


    Post a comment

    Powered by Rubel TTC .
    My Youtube Channel
    © Copyright 2008, www.rubelttc.xtgem.com.
    Email: rubelttc@yahoo.com