XtGem Forum catalog
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩৯] :: এবার যেকোন বৈদ্যুতিক লোডকে আঙ্গুল দিয়ে Touch করে নিয়ন্ত্রন করুন!

সবাই কেমন ? আজ আমি যেই টিউন উপহার দিব, আশা করি সকলের ভাল লাগবে। তবে যারা নতুন তাদের অনেক ভাল লাগবে। আজ আমি আঙ্গুল দিয়ে Touch করেযেকোন বৈদ্যুতিক লোডকে নিয়ন্ত্রনের ছোট একটা প্রজেক্ট উপহার দিবো। এটির মাধ্যমে আপনি লাইট, ফ্যান,সকেট, মটর বা যেকোন লোডকে Touch করে নিয়ন্ত্রন করতে পারবেন। যাইহোক, যদি কেউ এই সার্কিটটি তৈরি করতে চান, তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:

  • ic1= CD4017 একটি।
  • একশ ওহমের রেজিস্ট্যান্স একটি।
  • দশ মেগাওহমের রেজিস্ট্যান্স একটি।
  • 390 ওহমের রেজিস্ট্যান্স একটি।
  • li> 120 ওহমের রেজিস্ট্যান্স একটি।
  • যেকোন কালারের led দুইটি।
  • যেকোন মানের রেকটিফায়ার ডায়োড একটি। আমি এখানে 1N4007 ব্যবহার করেছি।
  • যেকোন মানের NPN ট্রানজিস্টর একটি। আমি এখানে BC547 ব্যবহার করেছি।
  • যেকোন মানের PNP ট্রানজিস্টর একটি। আমি এখানে BC557 ব্যবহার করেছি।
  • 9 অথবা12 ভোল্টের রিলে একটি।
  • Touch Plate হিসাবে যেকোন কম্পোনেন্টের পা কে পাশাপাশি রাখবেন, যেন মাঝখানে আঙ্গুল রাখলে দুপাশেই যেন স্পর্শ করে। আমি এখানে Touch Plate হিসাবে দুটো রেজিস্ট্যান্সের পা ব্যবহার করেছি।
  • সার্কিটটির পাওয়ার সাপ্লাই হিসেবে 9 বা 12 ভোল্টের ব্যাটারি অথবা 9 বা 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে এ্যাডাপটার বানিয় ব্যবহার করতে পারবেন।
  • এবার নিচের ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিন।
    TTC Tunes
    ভেরোবোডে আমার সংযোগ করা সার্কিটটি দেখুন:
    TTC Tunes
    এখন দুই পিনের মাঝখানে আঙ্গুল দিয়ে একবার Tpuch করলেই রিলে অন হবে আর পরের Touch এ রিলে অফ হয়ে যাবে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন ! বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

    Back to posts
    Comments:
    [2017-01-19 03:46:56] Bahauddin Boby:

    Thank you bro,for your project. Go ahead bro... :-)


    Post a comment

    Powered by Rubel TTC .
    My Youtube Channel
    © Copyright 2008, www.rubelttc.xtgem.com.
    Email: rubelttc@yahoo.com