Polly po-cket
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৪০] :: এবার অল্প খরচে নন কানেক্ট AC কারেন্ট টেস্টার বানিয়ে নিন আর রিস্ক ছাড়াই কারেন্ট ও তারের ফল্ট চেক করুন।

সবাই কেমন ? আজ আমি যেই টিউন উপহার দিব, আশা করি সকলের ভাল লাগবে। তবে যারা নতুন তাদের অনেক ভাল লাগবে। আজ আমি দেখাবো কিভাবে কারেন্টের সাথে না লাগিয়ে ২-৩ ইঞ্চি দুর থেকে কারেন্ট টেস্ট করা যায় এবং কিভাবে তারের ফল্ট বের করে তার মেরামত করা যায়। এটির মাধ্যমে আপনি তারের কাভারের উপর দিয়েও কারেন্ট চেক করতে পারবেন। যাইহোক, যদি কেউ এই সার্কিটটি তৈরি করতে চান, তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:

  • ic1= CD4017 একটি।
  • 330 ওহমের রেজিস্ট্যান্স একটি।
  • যেকোন কালারের led একটি।
  • Antena হিসেবে ৩-৫ ইঞ্চি তার ব্যবহার করবেন।
  • সার্কিটটির পাওয়ার সাপ্লাই হিসেবে 9 ভোল্টের Alkaline ব্যাটারি ।
  • এবার নিচের ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিন।
    TTC Tunes
    ভেরোবোডে আমার সংযোগ করা সার্কিটটি দেখুন:
    TTC Tunes
    এখন Antena তারকে AC কারেন্টের কাছে নিয়ে গেলে LED জ্বলা নেভা করবে। যদি না করে তাহলে বুঝতে হবে লাইনে কারেন্ট নেই। এই একই পদ্ধতি কাজে লাগিয়ে আপনি যেকোন তারের ফল্ট বেড় করতে পারবেন। এজন্য আপনাকে তারের এক প্রান্তে কারেন্ট প্রবেশ করিয়ে ওই তারের উপর দিয়ে Antena এর তার নিয়ে যেতে হবে। যতদুর পর্যন্ত LED জ্বলানেভা করবে ততদুর পর্যন্ত তার ঠিক আছে। যেখানে LED অফ হয়ে যাবে বুঝবেন সেখানেই ফল্ট আছে। এবার কারেন্ট থেকে তার খুলে ওই অংশের মাঝখানে কেটে দুই দিক থেকে ৫-৮ ইঞ্চি তার বাদ দিয়ে জোরা দিন। এবার দেখুন তারের ফল্ট সেরে গেছে। সর্তকতাঃ
  • Antena তারকে কখনো করেন্টের সাথে ঠেকাবেন না বা সংযুক্ত করবেন না।
  • যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন ! বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 । আর যদিকেউ কোন প্রজেক্ট কিনতে চান তাহলেও যোগাযোগ করতে পারবেন।

    Back to posts
    Comments:

    Post a comment

    Powered by Rubel TTC .
    My Youtube Channel
    © Copyright 2008, www.rubelttc.xtgem.com.
    Email: rubelttc@yahoo.com