The Soda Pop
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আসুন কম খরচে ভাল মানের একটি অডিও অ্যাম্পলিফায়ার তৈরী করি !

আমরা অনেকে গান শুনতে ভালবাসি ! কিন্তু সাউন্ড কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে গান শুনে মজা পাওয়া যায় না ! আবার আমাদের সকলেরই কমবেশি মাল্টিমিডিয়া মোবাইল সেট আছে কিন্তু তার সাউন্ড খুব একটা বেশি না ! আমরা সকলেই জানি যে সাউন্ড বৃদ্ধি করতে অ্যাম্পলিফায়ার দরকার কিন্তু ওটা কিনতে গেলেও দামের একটা বিষয় আছে ! যদি এমন হয় , খুব কম খরচে আপনি ওই রকম একটা অ্যাম্পলিফায়ার নিজেই বানাতে পরেন তাহলে কেমন হয় ? তাহলে আসুন নিজেরটা নিজেই তৈরী করি ! এটা মোটামুটি একটি ভাল মানের অডিও অ্যাম্পলিফায়ার ! এর আউটপুট পাওয়ার 10 ওয়াট ! এটা তৈরী করতে গেলে নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন !

  • ট্রান্সফামার : 12v-0-12v, 3A একটি !
  • রেকটিফায়ার ডায়োড, D1,D2,D3,D4 : 1N5804 !
  • নন পোলারিস্ট ক্যাপাসিটর, C1,C2,C7 : 2A104J অথবা 104 !
  • পোলারিস্ট ক্যাপাসিটর C3,C4: 2200uF, 25v !
  • C5:1uF,16v!
  • C6 : 10uF,25v !
  • ভেরিয়েবল রেজিস্ট্যান্স VR : 100K!
  • রেজিস্ট্যান্স R1: 33K !
  • R2: 1K !
  • R3: 10K থেকে 100K এর মধ্যে যেকোন মানের !
  • R4: 1 ওহম !
  • আইসি : TDA2030
  • এগুলো সংগ্রহ করার পর নিচের চিত্রের মতো করে সংযোগ দিন !
    firefox
    আইসি এর পিন নম্বর দেখুন !
    firefox
    একটু লক্ষ্য করুন:
  • আইসির সাথে অবশ্যই হিটসিল লাগাতে হবে !
  • ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে ভলিউম কমবেশি করতে পারবেন !
  • রেকটিফায়ার ডায়োড 1N54XX এই সিরিজের লাগাতে হবে ! অন্য সিরিজের লাগালে হবে না !
  • বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
    এই টিউনটি ফেজবুকে
    শেয়ার করুন !

  • Back to posts
    Comments:
    [2012-03-07 00:03:53] ojante:

    :)

    [2012-03-07 23:04:22] nazmul hasan:

    babi ami taka divo amaka akta bania dita parben.pls pls

    [2012-03-07 23:40:59] Rubelttc:

    hm parbo

    [2012-03-08 00:25:14] nazmul hasan:

    koto lagba,fb ta massage patan.

    [2012-03-08 02:07:21] rubelttc:

    350 tk lage thhol sara. Box sara


    Post a comment

    Powered by Rubel TTC .
    My Youtube Channel
    © Copyright 2008, www.rubelttc.xtgem.com.
    Email: rubelttc@yahoo.com