Teya Salat
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-০১] :: আপনার মোবাইল চার্জ দিন! ্

সবাই কেমন অছেন? আমি কিন্তু ভাল নাই! টিটিতে ইলেকট্রনিক্স বিভাগীয় পেজের সংখ্যা খুব দেখে মনটা খুব খারাপ হয়ে গেল! তবে এখন আর কোন চিন্তা নাই, আমি এসে গেছি! আপনাদের মাঝে কিছু মজার সার্কিট নিয়ে আলোচনা করবো, যা আমি নিজে টেস্ট করেছি! নেট এ সার্চ দিয়ে আপনি অনেক সার্কিট পাবেন, কিন্তু বেশিরভাগেরই প্রায় কাজ করে না! আর কাজ করলেও কম্পোনেন্টের যে মান দেওয়া আছে সরাসরি সেই মানের কম্পোনেন্ট আপনি দোকানে কিনতে পাবেন না, যেমন ধরুণ, একটি পি.এফ এর মান দেওয়া আছে 0.001mF. এই মানের পি.এফ আপনি কোন দোকানে খুজে পাবেন না. কিন্তু যদি বলেন 102 নাম্বারের পি.এফ দেন তাহলে যে কোন ইলেকট্রনিক্সের দোকানে পাবেন ! কি ভাবে এই সব কম্পোনেন্টের মান পাবেন তা নিয়ে পরে আলোচনা করবো! এর জন্য আমার টিউন দেখতে থাকুন!

আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল, রেগুলেটর আইসি

ওনেক রকমের রেগুলেটর আইসি আছে, এদের মধ্যে উল্লেখযোগ্য হল, 78xx সিরিজের ! যেমন, 7805, 7806, 7808, 7810, 7812, 7818 ও 7824. এটি এক ধরনের পজেটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি. এর তিন টি টারমিনাল অছে. 1. ইনপুট 2. গ্রাউন্ড 3.আউটপুট. এটির মাধ্যমে পিউর ডিসি ভোল্টেজ পাওয়া যায়, আপনি যদি বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ পেতে চান তাহলে এটির তুলনা নেই! যেমন ধরুন, আপনার 5V ডিসি দরকার, কিন্তু আপনার 12V ব্যাটরী অছে, তাহলে কি করবেন? 7805 ব্যাবহার করে এটি করতে পারেন. অনুরুপভাবে 7806 ব্যাবহার করে 6V DC , 7808 ব্যাবহার করে 8V DC, 7810 ব্যাবহার করে 10V DC 7812 ব্যাবহার করে 12V DC পাবেন! আবার 24V DC দরকার হলে 7824 দরকার হবে! এক্ষেত্রে অবশ্যই আপনাকে 24V এর বেশি ভোল্ট ইন করাতে হবে! আবার আপনি যদি আপনার প্রিয় মোবাইকে ব্যাটারী দিয়ে চার্জ দিতে চান, তাহলে 7806 এই নাম্বারের রেগুলেটর আইসি ব্যাবহার করে এই কাজটি করতে পারবেন! এর জন্য আপনাকে ওই আইসিটিকে চিত্রের মতো করে স্থাপন করতে হবে! এবার 1 নং পিনে পজেটিভ ভোল্টেজ ও 2 নং পিনে নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে হবে! তাহলে 2 নং পিন থেকে নেগেটিভ এবং 3 নং পিন থেকে পজেটিভ ভোল্টেজ আউটপুট হিসাবে পাবেন. এখন আপনাকে ওই ফোনের চার্জার লাইনের পিন সংগ্রহ করতে হবে! ওই পিনের পজেটিভ আইসির 3 নং এবং নেগেটিভ আইসির 2 নং পিনের সাথে লাগাতে হবে ! এবার চার্জারের পিন আপনার মোবাইল এ লাগান এবং আইসির 1 ও 2 নং পিনে পজেটিভ ও নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করান. আপনি 8V থেকে 12V এর ব্যাটারী 7806 এই আইসি তে লাগাই তে পারবেন 1A রেটে 6V DC পাওয়ার জন্য !আইসিটি খুব গরম হয় তাই আইসিটির সাথে একটি হিটসিল্ক লাগাতে লাগাতে হবে! আপনি লোহা বা সিলভার ব্যাবহার করে এই কাজ টি করতে পারেন. যাইহোক, আইসিতে ভোল্টেজ ইন করালে দেখবেন আপনার মোবাইল চার্জ হচ্ছে. তবে কিছু কিছু নোকিয়া মোবাইলে নোট চার্জিং লেখা দেখাতে পারে. এ জন্য আপনাকে 1 টা রেকটিফায় ডায়োড লাগাতে হবে আউটপুটের যে কোন একটি তারে! আপনি যে কোন মানের রেকটিফায় ডায়োড লাগাতে পারেন! কিভাবে লাগাবেন এটি জানতে আমার পরের টিউনের জন্য অপেক্ষা করুন. কারণ , আমার পিসি নাই ! তাই মোবাইল দিয়ে লেখতে অনেক সময় লাগে. সময়ের অভাবে বেশি লেখতে পারলাম না. বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !

Back to posts
Comments:
[2015-05-08 04:34:01] সাদিন:

ফেন এর রেগুলেটর


Post a comment

Powered by Rubel TTC .
My Youtube Channel
© Copyright 2008, www.rubelttc.xtgem.com.
Email: rubelttc@yahoo.com