Insane
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-০৪] :: এবার আপনি মুক্তি পেয়ে যান ডিসি দিয়ে কোন লোড চালানোর ভয় থেকে!

আমাদের দেশে সব জায়গাতে এসি বিদ্যুত্‍ নাই! তাই যেখানে এসি বিদ্যুত্‍ নেই সেখানে ডিসি বিদ্যুত্‍ দিয়ে ক্যাসেট, সিডি, ডিভিডি, অ্যামপ্লিফায়ার টেলিভিশন ইত্যাদি চালানো হয়! কিন্তু ভয় থাকে একটায়, যদি কখনো মনের ভুলে লাইন উল্টাপাল্টা করে দেওয়া হয়, তাহলে কি ঘটবে? নিশ্চই আইসিটি পুরে যাবে! আর ঘরে যদি ছোট পোলাপান থাকে তাহলে তো কোন কথাই নেই! এবার নেগেটিভ পজেটিভ বা লাল কালো উল্টাপাল্টা হওয়ার ভয় থেকে বাচুন! এসি বিদ্যুতের মতো যেভাবেই লাগান না কেন আপনার লোড চলবে! শুধু একটি সার্কিট লোডের সাথে সংযুক্ত করতে হবে! সার্কিটটি সম্পর্কে হয়ত সবাই জানেন! এটি হল চারটা রেকটিফায়ার ডায়োডের ব্রিজ কানেকশন! প্রথমে যেকোন মানের চারটা রেকটিফায়ার ডায়োড সংগ্রহ করুন! তবে ডায়োড যত মোটা হবে তত ভাল! এবার নিচের চিত্রের মতো তিনটা ধাপে ব্রিজ কনেকশন তৈরী করুন. এবার এই চিত্র দেখুন! আউটপুট থেকে নেগেটিভ ও পজেটিভ ভোল্টেজ আপনার লোডের ইনপুটের নেগেটিভ ও পজেটিভ ভোল্টেজের সাথে লাগান! এক্ষেত্রে উল্টাপাল্টা হওয়া যাবে না! এখন চিত্রের যেই দুই প্রান্তে ইনপুট লেখা আছে সেই দুই প্রান্তে আপনি আপনার ইচ্ছা মতো ভোল্টেজ প্রবেশ করান. নেগেটিভ পজেটিভ অথবা পজেটিভ নেগেটিভ যেভাবেই দিন না কেন আপনার লোড চলবে! তবে এক্ষেত্রে ব্যাটারী চার্জ একটু বেশি ফুরাবে! বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !

Back to posts
Comments:

Post a comment

Powered by Rubel TTC .
My Youtube Channel
© Copyright 2008, www.rubelttc.xtgem.com.
Email: rubelttc@yahoo.com