Old school Easter eggs.
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-০৬] :: এবার আপনিও পারবেন ফিউজ টিউব লাইট জ্বালাইতে!

সবাই ভাল আছেন তো? মোবাইল দিয়া টিউন করতে খুব কষ্ট হয়, তাই একটু দেরি হয় টিউন করতে! এই জন্য আমি দুঃখিত! যাইহোক, এখন আপনিও পারবেন ফিউজ টিউব লাইট জ্বালাইতে ! উচ্চ ক্ষমতা সম্মন্ন ডিসি ভোল্টেজই পারে একটি দুর্বল বা ফিলামেন্টের এক সাইট কাটা এই ধরনের টিউব লাইট জ্বালাইতে ! আপনারা হয়তো অনেকেই জানেন, DIC নামের একটি সার্কিট দিয়া ডিসি ভোল্টেজ থেকে ফিউজ টিউব লাইট জ্বালাইতে ! আমি ওটা নিয়া আলোচনা করবো না! এসি  বিদ্যুত্‍ দিয়ে কিভাবে নষ্ট টিউব লাইট জ্বালানো যায়, সেটা নিয়ে আলোচনা করবো! আগেই বলেছি, উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিসি ভোল্টেজৈ পারে নষ্ট টিউব লাইট জ্বালাইতে! তাই এসি ভোল্টেজকে ডিসিতে কনর্ভাট করতে হবে! এর জন্য আপনাকে চারটি রেকটিফায়ার ডায়োড সংগ্রহ করে ব্রিজ কানেকশন তৈরি কারতে হবে. এবার ব্লাস্ট বা চোক কয়েল, স্টাটার ও দুর্বল টিউব লাইট দিয়ে এই চিত্রের মতো সংযোগ দেন!

একটু লক্ষ্য করুন

  • 1. টিউব লাইটের দুই পাশেরই ফিলামেন্ট নষ্ট হলে হবে না. যেকোন এক পাশের ফিলামেন্ট ভালো থাকতে হবে ! অথবা দুই পাশেরৈ ফিলামেন্ট ভালো কিন্তু টিউব লাইট আলো কম দেয়, আলো কাপে এই জাতীয় টিউব লাইট ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন।
  • 2. যেকোন রেকটিফায়ার ডায়োড ব্যবহার করতে পারবেন যেমন, 1N4007. ব্রিজ কানেকশন সম্পর্কে জানতে এই টিউন দেখুন!

বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !

Back to posts
Comments:
[2012-03-11 10:13:31] sumon ahmed:

ha ai tune ami kore dekse.kag hoi


Post a comment

Powered by Rubel TTC .
My Youtube Channel
© Copyright 2008, www.rubelttc.xtgem.com.
Email: rubelttc@yahoo.com