.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের টিউটেরিয়াল : রেকটিফায়ার ডায়োড সম্পর্কে একটু ধারনা নিন!

আমরা সবাই রেকটিফায়ার ডায়োড সম্পর্কে জানি! এটির দুই পাশে দুইটা টারমিনাল আছে! একটি অ্যানোড আরেকটি ক্যাথোড ! ডায়োডের দিকে লক্ষ্য করলে দেখবেন এর এক পাশে রূপালী বা সাদা কালারের মতো গোল দাগ দেওয়া আছে, আর আরেক পাশে কোন দাগ নাই পুরোটা কালো! যেই পাশে রূপালী বা সাদা কালারের গোল দাগ দেওয়া সেটি হচ্ছে ক্যাথোড ! আর যেই পাশে পুরোটা কালো সেটি হচ্ছে অ্যানোড ! আপনি যদি ক্যাথোডে পজেটিভ ভোল্টেজ প্রবেশ করান তাহলে অ্যানোডে কোন ভোল্টেজ পাবেন না , আর যদি ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করান তাহলে অ্যানোডে ওই নেগেটিভ ভোল্টেজ পাবেন . অনুরূপভাবে, অ্যানোডে যদি নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করান তাহলে ক্যাথোডে কোন ভোল্টেজ পাবেন না! আর যদি অ্যানোডে পজেটিভ ভোল্টেজ প্রবেশ করান তাহলে ক্যাথোডে ওই পজেটিভ ভোল্টেজ পাবেন ! অর্থাত্‍, যদি কোন সার্কিটে আপনি এটি সেট করেন তাহলে আপনাকে এটি সিরিজে সংযোগ দিতে হবে. এবং ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে হবে অ্যানোডে নেগেটিভ ভোল্টেজ পাওয়ার জন্য. আর যদি পজেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে চান তাহলে অ্যানোডে প্রবেশ করাতে হবে! তাহলে ক্যাথোডে ওই পজেটিভ ভোল্টেজ পাবেন! একটু লক্ষ্য রাখুন, 1.কিছু কিছু রেকটিফায়ার ডায়োডের গায়ের কালার কালো আর সাদা না থেকে অন্য কালারেরও থাকতে পারে! এই ক্ষেত্রে গোল দাগ দেওয়া অংশ হবে ক্যাথোড . অপরটি অ্যানোড. 2. কিছু কিছু রেকটিফায়ার ডায়োডের গায়ে কোন রকমের কালার নাও থাকতে পারে অথবা পুরো ডায়োড এক কালারের হতে পারে ! এর জন্য অ্যানোড ক্যাথোড বের করতে চাইলে এভো মিটার ব্যবহার করতে হবে ! এভো মিটারের সিলেক্টর সুইচ X10 এ রাখার পর ডায়োডের দুই প্রান্তে এভো মিটারের দুই লীড ধরতে হবে! মিটারের কাটা না নরলে লীড দুটো পরিবর্তন করে ধরতে হবে. মিটারের কাটা যখন নরবে তখন দেখতে হবে লাল লীড আর কালো লীড কোন কোন প্রান্তে ধরেছেন! যেই প্রান্তে লাল লীড ধরেছেন সেটি ক্যাথোড আর যেই প্রান্তে কালো লীড ধরেছেন সেট অ্যানোড সবাই ভালো থাকবেন! বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !

Back to posts
Comments:

Post a comment

Powered by Rubel TTC .
My Youtube Channel
© Copyright 2008, www.rubelttc.xtgem.com.
Email: rubelttc@yahoo.com

Old school Swatch Watches