80s toys - Atari. I still have
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-১০] :: আসুন, ক্যাপাসিটরের কোড বের করি!

ক্যাপাসিটরের কাজ হচ্ছে চার্জ ধরে রাখা! ক্যাপাসিটান্স বেশি মানে সেটি বেশি চার্জ ধরে রাখতে পারে ! ক্যাপাসিটান্স পরিমাপ করা হয় ফ্যারাড দিয়ে, যার প্রতিক F. যাইহোক, 1F এই মান খুব বেশি ! সুতরাং কম মানের ক্যাপাসিটান্সের আগে আমরা Prefixes ব্যবহার করব ! তিন ধরনের Prefixes আমরা ব্যবহার করতে পারি µ (micro), n (nano) এবং p (pico).

  • µ মানে 10-6 (millionth), সুতরাং, 1000000µF = 1F
  • n মানে 10-9 (thousand- millionth), সুতরাং 1000nF = 1µF
  • p মানে 10-12 (million- millionth), সুতরাং 1000pF = 1nF
অর্থাত্‍
  • 1nF = 1000PF,
  • 1µF = 1000000PF

দুই ধরনের ক্যাপাসিটর আছে

একটি পোলারিষ্ট আর আরেকটি হল,আনপোলারিষ্ট ! অর্থাত্‍ এক ধরনের ক্যাপাসিটর আছে যার অ্যানোড ক্যাথোড আছে এটি হল পোলারিষ্ট ক্যাপাসিটর ! আর আরেক ধরনের ক্যাপাসিটর আছে যার কোন অ্যানোড ক্যাথোড নেই এটি হল আনপোলারিষ্ট ক্যাপাসিটর ! পোলারিষ্ট ক্যাপাসিটরে কোড ব্যবহার করা হয় না ক্যাপাসিটান্সের মান ব্যবহার করা হয় তাই এটি ইলেকট্রনিক্সের দোকানে সহজে পাওয়া যায়. পোলারিষ্ট ক্যাপাসিটরের চিত্র ও প্রতিক দেখুন! আনপোলারিষ্ট ক্যাপাসিটরে ক্যাপাসিটান্সের মান ব্যবহার করা হয় না, কোড ব্যবহার করা হয় ! এটিও দোকানে পাওয়া যায় কিন্তু ক্যাপাসিটান্সের মান অনুযায়ী পাবেন না, কোড অনুযায়ী পাবেন ! আমরা যারা হবিষ্ট নেট থেকে অনেক সার্কিট খুজে পাই, কিন্তু ওইসব সার্কিটে যে সব ক্যাপাসিটর ব্যবহার করা হয় সেগুলোর কোড দেওয়া থাকে না, ক্যাপাসিটান্সের মান দেওয়া থাকে ! আর দোকানীরা ক্যাপাসিটান্সের মান অনুযায়ী আনপোলারিষ্ট ক্যাপাসিটর দিতে পারে না, কারন তারা আনপোলারিষ্ট ক্যাপাসিটরের ক্যাপাসিটান্সের মান বোঝে না, তারা কোড বোঝে ! তাই আপনিও ক্যাপাসিটরের অভাবে ওই সার্কিটটি তৈরী করতে পারেন না ! যেমন আমি 2006 সালে একটি FM ট্রান্সমিটার তৈরী করতে চেয়েছিলাম কিন্তু এই ক্যাপাসিটরের অভাবে পারি নাই! কারন সার্কিটে যেই মানের ক্যাপাসিটর দেওয়া আছে সেই মান দোকানীরা বোঝে না ! অনেক কষ্ট করে আমি এই মান থেকে কোড বের করা শিখেছি, আর তারপর ওই মানের ক্যাপাসিটর রেডিও মেকারের দোকানে অনেকগুলো পেয়েছিলাম ! আর তখনি আমি FM ট্রান্সমিটার তৈরী করতে পেরেছিলাম ! যাই এবার আমি আপনাদের শিখাবো কিভাবে ক্যাপাসিটান্সের মান থেকে কোড বের করতে হয় !
  • প্রথমে ক্যাপাসিটান্সের মান যেই Value তেই দেওয়া থাক না কেন, আপনি PF Value তে বের করে নিবেন!
  • এবার PF Value তে যে মান পাবেন, তার প্রথম ও দ্বিতীয় সংখ্যা পাশাপাশি লিখবেন!
  • এবার তৃতীয় সংখ্যা থেকে যতগুলো শুন্য পাবেন তা হিসাবে প্রথম ও দ্বিতীয় সংখ্যার মান যেখানে লিখাছেন তার পাশে লিখুন!
যেমন ধরুন, একটি ক্যাপাসিটরের মান দেওয়া আছে 100nF ! এর কোড বের করতে হলে 100nF কে pF করতে হবে! অর্থাত্‍ 100nF = 100000pF. প্রথম ও দ্বিতীয় সংখ্যাকে পাশাপাশি বসালে হবে 10 ! তৃতীয় সংখ্যা থেকে 4 টা শুন্য আছে তাই 10 এর পাশে 4 বসবে ! অর্থাত্‍ এই ক্যাপাসিটরের কোড হবে 104 ! 104 PF বলা যাবে না ! কারন এটি হল কোড ! চিত্র ও প্রতিক দেখুন! একটু লক্ষ্য করুন,
  • 1nF = 1000PF,
  • 1µF = 1000000PF
  • সিরামিক ও মাইলার বা মাইকা ক্যাপাসিটরের কোড বের করতে হবে !
  • ক্যাপাসিটারের Value যদি pf এ দেওয়া থাকে তাহলে শুধু কোড বের করবেন! তবে ক্যাপাসিটারের Value যদি দুই সংখ্যার হয় তাহলে কোড বের করার দরকার নেই! যেমন 10pf এক্ষেত্রে এর কোড হবে 10
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !

Back to posts
Comments:

Post a comment

Powered by Rubel TTC .
My Youtube Channel
© Copyright 2008, www.rubelttc.xtgem.com.
Email: rubelttc@yahoo.com