Insane
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-১১] :: আসুন অডিও সার্কিট তৈরী করি - অল্প খরচে খুব সহজে একটি হাই ফাই স্টিরিও অডিও অ্যাম্পলিফায়ার বানিয়ে নিন !

আমি আপনাকে শিখাবো কিভাবে একটি হাই ফাই স্টিরিও অ্যাম্পলিফায়ার বানানো যায়! অনেকে হয়তো মনে করেন, যারা মেকার তারা হয়তো খুব জানে ! এটি কিন্তু ঠিক নয়! আপনি চাইলে তার থেকে বেশি জানতে পারবেন! এর জন্য আপনাকে নিয়মিত ইলেক্ট্রনিক্সের চর্চা করতে হবে! যাইহোক আমি আপনাকে একটি কৌশল শিখাবো যার মাধ্যমে আপনি খুব সহজে একটি হাই ফাই স্টিরিও অ্যাম্পলিফায়ার বানাতে পারবেন! এর জন্য আপনাকে কোন সার্কিট তৈরি করতে হবে না কারন সার্কিট কিনতেই পাওয়া যায় ! আপনি শুধু কানেকশন করবেন! আজ এটি আমি আপনাদের শিখাবো ! এই কাজটি করার জন্য কয়েকটি ধাপ অনুসরন করতে হবে !

ধাপ-1

  • প্রথমে ইলেকট্রনিক্সের দোকান থেকে কয়েকটি জিনিস সংগ্রহ করুন!
  • 12V-0-12V 3A অথবা 3000mA এর একটি ট্রান্সফরমার !
  • 35V 3300mfd এর ক্যাপাসিটর একটি !
  • 1N4007 এই মানের রেকটিফায়ার ডায়োড দুইটি!
  • LA4508 কম্পিলিট অডিও সার্কিট বোড
  • বেজ টোন কন্টোলার সার্কিট, চারটি ভলিউম সহ!
    এদের চিত্রগুলো দেখুন!

ধাপ-2

রেকটিফায়ার ডায়োডের সিটি কানেকশন করুন! এবার ক্যাপাসিটরের যেই পাশে কোন চিহ্ন নাই সেই পাশে ডায়োডের ক্যাথোড লাগান! অর্থাত্‍ ক্যাপাসিটরের দুইটি টারমিনাল আছে একটি নেগেটিভ ও আরেকটি পজেটিভ ! টারমিনালের যেই পাশে - চিহ্ন দেওয়া আছে সেটি নেগেটিভ ! আর যেই পাশে কোন চিহ্ন নাই সেটি পজেটিভ ! ক্যাপাসিটরের পজেটিভের সাথে ডায়োডের ক্যাথোড সংযোগ করুন! এখন ট্রান্সফরমারে সাথে চিত্রের মত কানেকশন করুন! ক্যাপাসিটরের নেগেটিভ পজেটিভ থেকে কাল ও লাল দুইটা তার বের করুন!

ধাপ-3

এবার LA4508 সার্কিটের দিকে লক্ষ্য করুন! সার্কিটের দুই পাশে দুইটা IN অথবা INPUT লেখা আছে দুইটি করে ছিদ্র সহ ! ঠিক তার পাশেই OUT অথবা SPEAKER লেখা আছে দুইটি ছিদ্র সহ! +12v- লেখা আছে দুইটা ছিদ্র সহ ! এগুলো খুজে বের করুন!

ধাপ-4

এবার ট্রান্সফরমারের ক্যাপাসিটর থেকে যে লাল কালো তার বের করেছেন সেটি LA4508 সার্কিটের +12v- যেখানে লেখা আছে সেখানে লাগান! যদি লেখা খুজে না পান তাহলে LA4508 সার্কিটে দেখুন একটি 25V 2200mfd ক্যাপাসিটর আছে ওটার + - এ ট্রান্সফরমারের লাল কালো তার লাগান! এবার যেই দুই পাশে OUT অথবা SPEAKER লেখা আছে সেখানে থেকে দুইটি দুইটি করে তার নিয়ে দুইটি 6'' অথবা 8'' এর দুইটি স্পিকারে লাগান! এবার ট্রান্সফরমারে AC 220V প্রবেশ করান! আইসি এর পিন গুলোতে হাত দিন! যদি কোন ধরনের শব্দ শুনতে পান তাহলে বুঝবেন আপনার সার্কিট ঠিক আছে! আর যদি কোন শব্দ না শুনতে পান তাহলে বুঝবেন সার্কিট বা আইসি এর সমস্যা আছে! তবে নতুন সার্কিটের কোন সমস্যা থাকে না! এবার LA4508 সার্কিটের যেই দুই পাশে IN অথবা INPUT বা LR লেখা আছে সেখান থেকে মোট চারটি তার বের করবেন! চারটি লাইনের ভিতর দেখবেন সার্কিটে দুইটি লাইন নেগেটিভ থেকে বের হয়েছে ! এই দুই লাইন এক করুন!

ধাপ-5

বেজ টোন কনট্রোল সার্কিটের দিকে লক্ষ্য করুন, দেখবেন LA4508 সার্কিটের মতো এখানেও লেখা আছে +12V- , INPUT ও OUTPUT ! এখন INPUT থেকে চারটি তার বের করুন! এখানেও দেখবেন দুইটি লাইন নেগেটিভ থেকে বের হয়েছে এই দুটি তার এক করে দিন! তাহলে এখন তার হল তিনটা ! এই তিনটা তার একটি স্টিরিও সকেটে লাগান! OUTPUT এর দিকে লক্ষ্য করে দেখুন এখানেও চারটি লাইনের ভিতর দুইটি লাইন নেগেটিভ থেকে বের হয়েছে ! এই দুইটি তার এক করে দিন! এবার LA4508 এই সার্কিটের input এর যেই দুইটি লাইন এক করেছেন সেটার সাথে বেজ টোন সার্কিটের OUTPUT এর যেই দুইটি লাইন এক করেছেন সেটির সংযোগ দিন! আর LA4508 সার্কিটের বাকি যেই দুই লাইন থাকলো এগুলোর সাথে বেজ টোন সার্কিটের OUTPUT এর যেই দুই তার বাকি আছে সেটির সংযোগ দিন! LA4508 সার্কিটের যেখানে নেগেটিভ ও পজেটিভ ভোল্টেজ প্রবেশ করিয়েছেন থেকে তার দিয় লাইন নিয়ে এসে বেজ টোন সার্কিটের +12v- যেখানে লেখা আছে সেখানে লাগান! কাজ শেষ ! এবার আপনার মোবাইল ,সিডি, ডিভিডি, কম্পিউটার যত যা আছে ওসবের OUTPUT বা স্পিকারের লাইন থেকে স্টিরিও পিনের মাধ্যমে আপনার সার্কিটের স্টিরিও সকেটে লাইন দিন! দেখুন সাউন্ড কাকে বলে!

একটু লক্ষ্য করুন,

  • এই সার্কিট তৈরী করতে 400 টাকার মত লাগতে পারে!
  • সোল্ডারিং আইরন দিয়ে তার লাগানোর সময় লক্ষ্য রাখবেন কোন লাইন যেন একত্র না হয়!
  • কোন ভাবেই যেন স্পিকারের তার সরাসরি একত্র না হয়, তাহলে আইসি কেটে যাবে!
  • ট্রান্সফরমার থেকে সার্কিটে লাইন দেওয়ার সময় নেগেটিভ পজেটিভ ভাল করে দেখে নিয়ে দিবেন!
  • ভুল সংযোগের জন্য আমাকে দায়ী করবেন না!
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !

Back to posts
Comments:
[2013-12-22 05:25:38] Mahfuz:

ভাই এই অম্প্যিফায়ার করতে ট্রান্সফার্ম এর বদলে যদি ৬ভোল্ট ব্যাটারি ব্যাবহার করলে হবে কিত ?এতে কত WAT হবে

[2016-01-31 02:29:11] Nurul Abser:

i like


Post a comment

Powered by Rubel TTC .
My Youtube Channel
© Copyright 2008, www.rubelttc.xtgem.com.
Email: rubelttc@yahoo.com