Insane
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আসুন ট্রান্সমিটার তৈরি করি! [পর্ব-০১] :: অল্প খরচে খুব সহজে ভাল মানের একটি FM ট্রান্সমিটার তৈরি করুন!

আমরা অনেকেই ট্রান্সমিটার বলতে বুঝি বৈদ্যুতিক খাম্বায় যেটি ব্যবহার করা হয় সেটা ! সেটা কিন্তু আসলে ট্রান্সমিটার নয়, সেটা হল ট্রান্সফরমার ! ট্রান্সমিটার হল যার মাধ্যমে কোন ফ্রিকুয়েন্সিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরন করা যায় এবং এর জন্য একটি রিসিভার থাকে যেটি RF বা রেডিও ফ্রিকুয়েন্সিকে রিসিভ করে ! অর্থাত্‍ ট্রান্সমিটারের কাজ হল রেডিও ফ্রিকুয়েন্সিকে এক স্থান থেকে অন্য স্থানে পঠানো ! যাইহোক, 2004 সালে আমি একটি FM ট্রান্সমিটার তৈরি করেছিলাম যেটি 500 মিটার পর্যন্ত কোন শব্দকে প্রেরন করতে পারত ! আজকে আমি আপনাকে সেটি শেখাবো !

এর জন্য আপনাকে কিছু কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে ! যেগুলো সংগ্রহ করবেন এগুলোর বর্ননা দেওয়া হল,

  • 1. BC547 এই নাম্বারের ট্রানজিস্টর 3 টি !
  • 2. ক্যাপাসিটর 10pf যার কোড হল 10 ! অর্থাত্‍ 10 নাম্বারের pf 2 টি !
  • 3. ক্যাপাসিটর 22n যার কোড 223 এই নাম্বারের pf 2 টি
  • 4. ক্যাপাসিটর 1n যার কোড 102 এই নাম্বারের pf 1 টি
  • 5. ক্যাপাসিটর 100n যার কোড 104 এই নাম্বারের pf 1 টি
  • 6. ক্যাপাসিটর 39p যার কোড 39 এই নাম্বারের pf 1 টি
  • 7. রেজিস্ট্যান্স 330 ওহম একটি , যার কালার কমলা কমলা বাদামী সোনালী
  • 8. রেজিস্ট্যান্স 470 ওহম একটি যার কালার হলুদ বেগুনি বাদামী সোনালী
  • 9. রেজিস্ট্যান্স 22 কিলোওহম একটি , যার কালার লাল লাল কমলা সোনালী
  • 10. রেজিস্ট্যান্স 39 কিলোওহম একটি , যার কালার কমলা সাদা কমলা সোনালী
  • 11. রেজিস্ট্যান্স 47 কিলোওহম একটি , যার কালার হলুদ বেগুনি কমলা সোনালী
  • 12. রেজিস্ট্যান্স 150 কিলোওহম একটি , যার কালার বাদামি সবুজ হলুদ সোনালী
  • 13. রেজিস্ট্যান্স 1 মেগাওহম একটি , যার কালার বাদামি কাল সবুজ সোনালী
  • 14. ট্যান্ক সার্কিট বা RF কয়েল একটি ! এটি আপনি নিজেই তৈরী করতে পারবেন ! 20 অথবা 22 গেজের তামার তার একটি পেনসিলের উপর রেখে 6 থেকে 8 পাক দিয়ে এটি তৈরী করতে পারবেন ! মোটর ওয়েন্ডিং এর দোকান থেকে এই তামার তার সংগ্রহ করতে পারবেন !
  • 15. 2 থেকে 10pf একটি ট্রিমার ক্যাপাসিটর যার মাধ্যমে আপনি ফ্রিকুয়েন্সি চেন্জ করতে পারবেন ! এটি আপনি নাও পেতে পারেন ! তবে টেনশন করবেন না, আমিতো আছি ! এর বদলে 47 নাম্বারের pf লাগাতে পারবেন ! pf ওঠা নামা করে আপনি ফ্রিকুয়েন্সি চেন্জ করতে পারবেন !
  • 16. একটি ইলেক্ট্রিক মাইক্রোফোন ! এটি পুরাতন ক্যাসেট প্লেয়ার থেকেও সংগ্রহ করতে পারবেন !
  • 17.একটি ছোট সুইচ
  • 18. দুইটি পেনসিল ব্যাটারী !
  • 19. 35 থেকে 40 সেমি তার !

এগুলোর চিত্র দেখুন !

কম্পোনেন্ট গুলো সংগ্রহ করার পরে চিত্রের মতো সংযোগ দিন! সুবিধার জন্য ট্রানজিস্টরের পিনের চিত্র দেখুন ! আপনি একটা কাগজে এই কম্পোনেন্ট গুলো লাগাতে পারবেন অথবা একটি PCB তৈরি করে এই কম্পোনেন্ট গুলো লাগাতে পারবেন PCB তৈরি করতে চাইলে নিচের চিত্র দেখুন ! এই সার্কিটে যে যে কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে তাদের বৈশিষ্টগত নাম জানতে নিচের চিত্র দেখুন ! পুরো সার্কিটের চিত্র দেখুন !

সার্কিটটি যেভাবে কাজ করবে!

এখানে যে ট্রান্সমিটার সার্কিট দেখলেন এটি মোটামুটি একটি ভাল ডায়গ্রাম! এর সাহায্যে 200 মিটার দুরুর্তে কোন শব্দকে বিনা তারে ট্রান্সমিট করতে পারবেন যদি এন্টেনার তার 35 থেকে 40 সেমি ব্যবহার করেন! তবে যদি এন্টেনার তারের সাথে একটি এন্টেনার ব্যবহার করেন তাহলে এটি হাফ কিলোমিটার পর্যন্ত কাজ করবে! এক্ষেত্রে তার বরো করে দিতে হবে ও যেকোন ধরনে এন্টেনা ব্যবহার করা যাবে! এই সার্কিটের জন্য প্রয়োজন হবে একটি FM রেডিও ! সার্কিটটি খুব বেশি জটিল না ! এতে ব্যবহার করা হয়েছে মাত্র তিনটি ট্রানজিস্টর ! একটি প্রি এম্পের জন্য যেটি মাইক্রোফোন থেকে শব্দকে কিছুটা এম্পলিফাই করে RF এম্পলিফায়ারে দেয় ! RF এম্পলিফায়ার এন্টেনার মাধ্যমে সিগন্যালকে শূন্যে ছরিয়ে দেয় ! এই ট্রান্সমিটারে ট্রান্সমিট করা শব্দ 88 থেকে 108 মেগাহাটর্জের যে কোন জায়গাই হতে পারে ! আপনি কত মেগাহাটর্জে ট্রান্সমিট করবেন তা সার্কিটে ব্যবহৃত কয়েল ও ট্রিমারের সাহায্যে নির্ধারন করবেন! যদি ট্রিমার না পান তাহালে আমার ট্রিক ফলো করবেন! সার্কিটটি 3 ভোল্ট ডিসিতে চলে ! অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করা হয়েছে ! সার্কিটটিকে ওয়্যারলেস মাইক্রোফোন বা রুম মনিটর হিসাবে সজেই ব্যবহার করতে পারবেন !

একটু লক্ষ্য করুন!

  • 1. BC547 এই নাম্বারের ট্রানজিস্টরের পরিবর্তে BF180, PN2222, BC548, 2N3903, PN2222A, BC107, 2N2369A, 2N2897, BC108, 2N2916, 2N3643, BC109, BC182L, 2N4140, 2N2222, BC184L, 2N4970, 2N2219A, ZTX300, PN100 নাম্বারের ট্রানজিস্টর ব্যবহার করতে পরবেন!
  • 2. 39 কিলোওহমের বদলে 3.9 কিলোওহমের রেজিস্ট্যান্স লাগালে ট্রান্সমিট করা কথা খুব চিকন ও পরিস্কার হবে !
  • 3. সার্কিটটি তৈরি করার পর এফ এম রেডিও টিউনিং করতে হবে ! যদি আপনার সেন্টার না ধরে তাহলে সার্কিটের ফ্রিকুয়েন্সি চেন্জ করে আবার রেডিও টিউনিং করতে হবে ! যখন দেখবেন রেডিও এর শন শন শব্দ অফ হয়ে গেছে তখন আর টিউনিং করবেন না ! এবার ট্রান্সমিটারের মাইক্রোফোনে কথা বলুন দেখবেন ওই কথা রেডিও তে শোনা যায়!
  • 4. সবগুলো রেজিস্ট্যান্স কোয়াটার ওয়াডের ও সবগুলো ক্যাপাসিটর বা PF সিরামিকের লাগাবেন !
  • 5. বাংলাদেশে ফ্রিকুয়েন্সি ব্যবহার করা নিষেধ ! তাই সব সমই এটি চালাবেন না.
  • 6. এই সার্কিটে আমার কিছু নিজস্ব ট্রিক ব্যবহার করা হয়েছে তাই দয়া করে এটি কাউকে শেখাবেন না !
  • 7. অনেক কষ্ট করে টিউন করেছি ! দয়া করে এটি কপি করবেন না বা অন্য পেজে নিজের নামে চালাবেন না !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !

Back to posts
Comments:
[2012-03-19 17:14:32] SAJIB:

tiun ta, kager
kintu apnar capasitor cod, agular kisui, bujina,
agula sikte apnar trainig sentar a jaite hobe.

[2012-03-24 04:13:32] rubelttc:

hm. Capacitor code er tune ase dekho

[2013-07-15 19:21:49] sobur :

আপনার লেখা খুবই সুন্দর । আমি এফএম বানানোর চেস্টা করছি ॥ আপনার এইটা ট্রাই করব । kazisobur@gmail.com

[2013-10-21 20:28:16] wasik:

vail capacitor code er tune ta koi ???

[2013-10-22 04:40:15] zahid:

vai amar e rokom akta dorkar.banie dite parben?ami taka dibo.apnar phone off.new number thakle dan.

[2013-12-18 13:58:31] মনি:

ভাই আমাকে বানিয়ে দিবেন?

[2014-02-18 13:10:45] রণিক পাত্র:

এটা খুবি মজার জিনিস। এটা দিয়ে বন্ধদের সাথে মজা করাযাবে।

[2014-08-16 09:44:17] Rajib jana:

Jeta diyecho seta khubi valo..kintu tumi jodi aita trimmer na diye variable coile diye korte tahole Noise ta khub kom hoto....Anyway awesome

[2014-10-12 00:39:47] আহাদ:

সার্কিট বসানোর বোর্ড কোথায় পাবো?

[2014-10-12 16:34:36] Ahad:

board paitechi na....

[2014-12-24 12:12:05] srs shihab:

ata breadboard e banano jabe na?

[2015-02-09 14:58:18] md: noman:

বাই আমি আপনার ফোন নাম্বারটা চাই কথা চিল এটা আমার। একটা মেচেজ করুন।01683924613. 01811918505

[2015-05-02 14:55:34] Shomrat:

বোর্ডটা কোথায় পাব ? আর মোট খরচ কত হবে ?

[2016-02-11 02:26:30] tomader shapon:

thanks vai

[2016-09-26 11:40:53] chandanacharjee:

thanks

[2016-10-21 17:57:50] Md Habibur Rahman:

বুঝতে পারলাম এটা ভাল কিন্তু এটা কাজ করবে তো?

[2016-12-17 13:53:35] KMA AKHER:

ভাই আপনার টিউনের তো চিত্র দেখা যায না

[2016-12-17 13:54:43] K.M.A AKHER:

চিত্র দেখার উপায় কী? আর সার্কিট চিত্র না দেখলে কিভাবে তৈরী করব


Post a comment

Powered by Rubel TTC .
My Youtube Channel
© Copyright 2008, www.rubelttc.xtgem.com.
Email: rubelttc@yahoo.com