Polly po-cket
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-২০] :: ছোট একটা মাইক্রোফোন প্রিঅ্যাম্প বানিয়ে নিন আর যেকোন অডিও অ্যাম্পলিফায়ার এর সাথে সেট করে কথা বলুন ইচ্ছেমত !

সবাই কেমন আছেন ? আমরা মোটামুটি সবাই কমবেশি গান শুনতে ভালবাসি ! আর এই গানের সাউন্ড বৃদ্ধি করার জন্য একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হয় ! এতদিন এই অ্যাম্পলিফায়ার দিয়ে শুধুই বেশি সাউন্ডে গানই শুনেছেন ! কখনো কি এটি ব্যবহার করে বেশি সাউন্ডে আপনার কথা গুলো শুনেছেন ? না শুনলে এখনই কাজ শুরু করে দেন ! এর জন্য যে কোন ওয়াটের অডিও অ্যাম্পলিফায়ার থাকলেই চলবে ! এবার নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :

  • 10 কিলোওহমের রেজিস্ট্যান্স দুইটি !
  • 104 নাম্বারের Pf দুইটি !
  • 100 কিলোওহমের রেজিস্ট্যান্স একটি !
  • BC547 এই নাম্বারের ট্রানজিস্টর একটি !
  • এইটি MIC !
  • একটি ভেরো বোড !
  • তিন থেকে নয় ভোল্টের মধ্যে যেকোন ব্যাটারী !
  • প্রথমে ভেরো বোডকে মাইক্রোফোনের সমান করে কেটে নিন ! এবার এর এক পাশে নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
    TTC Tunes
    TTC Tunes
    ভেরো বোডের অপর পাশে MIC সেট করবেন ! এবার সার্কিটের OUTPUT থেকে একটি লাইন ও নেগেটিভ থেকে একটি লাইন নিয়ে আপনার অ্যাম্পলিফায়ারের ইনপুটে প্রবেশ করান ! এখানে ট্রানজিস্টরের ইমিটর হল নেগেটিভ ! এবার সার্কিটে ব্যাটারীর মাধ্যমে ভোল্টেজ প্রবেশ করান আর MIC তে কথা বলুন ! কি বক্সে কথা শোনা যাচ্ছে তো ? কমেন্টের মাধ্যমে জানাবেন ! মাইক্রোফোনকে অ্যাম্পলিফায়ার থেকে একটু দুরে রাখাবেন আর অ্যাম্পলিফায়ারের Treble একটু কমে দিবেন তা না হলে Noice হবে ! বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
    এই টিউনটি ফেজবুকে

    শেয়ার করুন !

    Back to posts
    Comments:
    [2015-04-18 15:31:19] abdul ohab :

    আমি এই জিনিসের বানানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নি।। আজ এই টিউনটা ভাল লাগল।

    [2015-11-16 12:29:34] Akter hossain:

    Thanks

    [2016-11-19 04:00:56] Kamrul islam sojib:

    এর মধ্যে কি ব্যাটারি সংযোগ দিতে হবে


    Post a comment

    Powered by Rubel TTC .
    My Youtube Channel
    © Copyright 2008, www.rubelttc.xtgem.com.
    Email: rubelttc@yahoo.com