XtGem Forum catalog
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-২১] :: খুব সহজে একটি ইন্ডিকেটর বানিয়ে নিন !

সবাই কেমন আছেন ? আজ আমি ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করবো ! এটি কমবেশি সবাই জানেন ! কিন্তু যারা কেবল ইলেক্ট্রোনিক্স শুরু করতে যাচ্ছে তাদের জন্য এটি একটু মজার হবে বলে আমি মনে করছি ! তার আগে জেনে নিই ইন্ডিকেটর বলতে কি বুঝায় ? বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি নির্ধারনের জন্য যেই আলো ব্যবহার করা হয় সেটিই ইন্ডিকেটর ! যেমন ইলেক্ট্রোনিক্সের কোন সামগ্রী অন করলে দেখবেন সেখানে লাল নীল বা সবুজ রং এর আলো জ্বলে যা মোটামুটি ভাল ফোকাস দেয় ! আবার দেখবেন বেড সুইচ বন্ধ করলে ওই সুইচেও আলো জ্বলে ! কিন্তু এর ফোকাস ইলেক্ট্রোনিক্সের সামগ্রীতে যেই আলো ব্যবহার করা হয়েছে তার মত এত তিব্র না ! খুব কম ! আমার কথা তিনিই ভাল বুঝবেন যে নাকি এসি 220 ভোল্টে LED বাল্ব দিয়ে ইন্ডিকেটর বানাতে চেয়েছেন এবং বানিয়েছেন কিন্তু আলো বেশি ফোকাস পায়নি ! এরকম কেন হয় ? করন LED বাল্ব ডিসি ভোল্টে চলে ! ইলেক্ট্রোনিক্সের সমগ্রীতে যেই ইন্ডিকেটর ব্যবহার করা হয় ওখানে ডিসি ভোল্টেজ প্রবেশ করানো আছে তাই LED বাল্বটি পূর্ণ ভাবে জ্বলে এবং বেশি ফোকাস দেয় ! কিন্তু LED বাল্বের সাথে যখন রেজিস্ট্যান্স লগিয়ে এসি 220 ভোল্টেজে প্রবেশ করানো হয় তখন বাল্বটি ডিসি ভোল্টেজ পায় না ফলে পূর্ণ ভাবে জ্বলতে পারে না ! তবে আপনি যদি এই এসি কে ডিসি তে রূপান্তিত করেন তাহলে কিন্তু LED ভালভাবে জ্বলবে এবং ফোকাস দিবে ! এর জন্য নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন !

  • লাল , নীল , সবুজ বা হলুদ রং এর যেকোন একটি LED !
  • যেকোন মানের রেকটিফায়ার ডায়োড একটি !
  • 22 কিলোওহমের হাফ ওয়াটের রেজিস্ট্যান্স একটি !
  • প্রথমে যেখানে ইন্ডিকেটর ব্যবহার করতে চান সেখান LED বাল্ব সেট করুন ! এবার চিত্রের মত করে সংযোগ দিন !
    TTC Tunes
    আপনি ইচ্ছা করলে আমার মত সুইচ বোডেও সেট করতে পারবেন !
    TTC Tunes
    তবে রেজিস্ট্যান্স একটু গমর হয়ে কালো হতে পারে এতে তেমন কোন সমস্যা হবে না ! বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
    এই টিউনটি ফেজবুকে

    শেয়ার করুন !

    Back to posts
    Comments:
    [2015-02-19 04:26:00] আমি নতুন:

    আমি নতুন অনেক কিছুই বানাতে চাই,,, কিন্তু কিছুই বুঝি না,,,
    কোন জায়গায় কি বসাবো,,
    এইটা বোঝার জন্য অরজিনাল ছবিটি দিলে ভালো হতো,,,,
    যে যন্ত্র গুলোর নাম বলছেন সেগুলো দেখতে কেমন,? সেই ছবিটি দিলে ভালো হতো


    Post a comment

    Powered by Rubel TTC .
    My Youtube Channel
    © Copyright 2008, www.rubelttc.xtgem.com.
    Email: rubelttc@yahoo.com