Old school Swatch Watches
.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-২৪] :: সামনের ঈদ এবং পূজাতে LED দিয়ে আপনার ঘর ডেকোরেটেড করুন !

সবাই কেমন আছেন ? আজকে আমি যেই সার্কিট নিয়ে আলোচনা করবো এটি আসলে একটা LED ফ্লাশার সার্কিট ! এটি আমি অনেক আগে (2002 সালে ) সনি টেপ রেকোর্ডারে পেয়েছিলাম ! ওই সময় নোট করে রেখে দিয়েছিলাম ! আজ এটি আপনাদের মাঝে শেয়ার করবো ! এটি একটা ফ্লাশার সার্কিট হলেও LED সাজানোর ভিত্তিতে এটিকে খুব সুন্দর দেখাবে ! LED গুলোর দিকে একটু তাকিয়ে থাকলে তিনটা স্টাইল লক্ষ্য করা যাবে ! যেমন, একবার মনে হবে LED গুলো যাওয়া আসা করছে ! আবার মনে হবে LED গুলো একটা জ্বলছে আরেকটা নিভছে ! আবার মনে হতে পারে LED গুলো এলোপাথারি ভাবে জ্বলা নেভা করছে ! এটি যদি আপনিও বানাতে চান তাহলে নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :

  • রেজিস্ট্যান্স R1 = 27 কিলোওহম !
  • রেজিস্ট্যান্স R2 = 27 কিলোওহম !
  • পোলারিস্ট ক্যাপাসিটর C1 = 100uF 10V !
  • পোলারিস্ট ক্যাপাসিটর C2 = 100uF 10V !
  • নোনপোলারিস্ট ক্যাপাসিটর C3 যার কোড = 203 ! তবে 104 লাগালেও কাজ হবে !
  • ট্রানজিস্টর Q1 = 9014 !
  • ট্রানজিস্টর Q2 = 9014 !
  • 6 টা লাল ও 6 টা সবুজ LED !
  • হ্যাউজ ওয়্যারিং এর প্লাস্টিক চেনেল মাপ মত !
এবার কম্পোনেন্টগুলোর মাঝে নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
TTC Tunes
এবার LED গুলো প্লাস্টিক চেনেলে 4 থেকে 6 inch দুরে দুরে এমন ভাবে সেট করুন যেন প্রথমটা লাল LED হলে দ্বিতীয়টা সবুজ হয় !
TTC Tunes
এবার 1 নম্বর LED থেকে 6 নম্বর LED এর মাঝে চিত্রের মত করে সংযোগ দিন !
TTC Tunes
এখন 7 নম্বর LED থেকে 12 নম্বর LED এর মাঝেও একই সংযোগ দিন ! তাহলে আপনার দুইটা LED সার্কিট তৈরী করা হল ! এই দুইটা LED সার্কিটের মাঝে প্যারালাল সংযোগ দিন ! যেমন প্রথম LED সার্কিটের LED লাইলের সাথে দ্বিতীয় LED সার্কিটের LED এক করে দিন ! একই ভাবে যেকোন LED- এর সাথে LED- এক করে দিন ! বাকি LED- লাইলগুলোও এক করে দিন ! তাহলে 2 টি সার্কিটের 6 টা লাইল থেকে 3 টা লাইন বের হবে !
TTC Tunes
এগুলো হল , LED , LED- ও LED- ! এবার মেইন সার্কিটের LED লাইলের সাথে LED সার্কিটের LED লাইন ও বাকি দুইটি LED- লাইনের সাথে LED সার্কিটের LED- লাইন কানেক্ট করুন ! এবার সার্কিটটিতে ডিসি 6 ভোল্ট থেকে 9 ভোল্ট প্রবেশ করান ! দেখবেন খেলা শুরু হয়ে গেছে !
TTC Tunes
আপনার মোটর সাইকেল , Car এই সবেও এটি ব্যবহার করতে পারবেন ! যতগুলো দরকার হবে ততগুলো সার্কিট বানিয়ে নিন ! সার্কিটটিতে 9 ভোল্টের বেশি ভোল্টেজ প্রবেশ করাবেন না ! এটি আমি অনেক বানিয়েছি ! যদি কেউ ভুল সংযোগ দিয়ে ক্ষতিগ্রস্থ হয় তাহলে এটিকে ভুল তথ্য বলতে পারবেন না এবং আমাকে দ্বায়ী করতে পারবেন না ! যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

Back to posts
Comments:
[2014-08-20 08:10:49] বাবুল হোসেন:

AMADER AKANE 100UF 10V CAPACITOR TA PAUA JASSE NA 100UF 16V LAGALE KI KAJ HOBE?

[2016-12-20 19:37:43] kamrul islam sojib:

হ্যা ভাই আপনার সার্কিটে ভূল নেই।আমি দোয়া করি আপনি যেন জীবনে অনেক বড় হতে পার।


Post a comment

Powered by Rubel TTC .
My Youtube Channel
© Copyright 2008, www.rubelttc.xtgem.com.
Email: rubelttc@yahoo.com