.

ইলেকট্রনিক্স ল্যাব
[E LAB]


আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-২৯] :: 220 ভোল্ট এসি দিয়ে 4 কালারের LED ফ্লাশিং বাল্ব জ্বালান !

সবাই কেমন আছেন ? এর আগে আমি একটি টিউন করেছিলাম LED ইন্ডিকেটর নিয়ে ! গতকাল আনমনে হয়ে বসে থাকতে থাকতে একটি সার্কিট আঁকলাম ! পরে এই সার্কিট অনুযায়ী কাজ করে সফল হলাম ! এখন এটি আমি আপনাদের মাঝে শেয়ার করবো ! বর্তমানে বাজারে এক ধরনের LED পাওয়া যায় যা মাল্টি কালারের এবং কয়েক ভাবে ফ্লাশ মারে ! মানে একটা LED এর ভিতরে 4 টা কালার থাকে যা তিন ভোল্ট ডিসিতে চলে এবং বিভিন্ন ভাবে জ্বলানেভা করে ! অর্থাত্‍ বিভিন্ন খেলনা এর ভিতরে যেই 4 কালারের LED থাকে ! আমি আজ আপনাদের শিখাবো কিভাবে এই LED খুবই অল্প খরচে এসি 220v থেকে জ্বলাতে পরবেন ! কেন জ্বলাবেন ?

  • বিদ্যুত্‍ আছে কিনা দেখার জন্য !
  • অন্ধকারে ঘরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য !
  • কোন জায়গা ডেকোরেট করার জন্য !
  • ডিম লাম্প হিসাবে ব্যবহার করার জন্য !
  • যাইহোক এর জন্য নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন !
  • 1N4007 এই মানের রেকটিফায়ার ডায়োড একটি !
  • 22 কিলোওহমের রেজিস্ট্যান্স একটি !
  • 1uF 50V এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
  • মাল্টি কালার বা 4 কালার বা 7 কালারের LED একটি !
  • এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
    TTC Tunes
    মনে রাখবেন ফেজ নিউটাল উল্টা হলে LED ফ্লাশ মারবে না ! রেকটিফায়ার ডায়োড ব্যবহার না করলেও LED ফ্লাশ মারবে না ! যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন ! বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

    Back to posts
    Comments:
    [2014-12-28 07:50:59] OMAR FARUK:

    THANKS

    [2015-01-15 11:47:50] FAYSAL RB:

    GOOD

    [2015-10-15 09:02:27] md.toriqul islam:

    thank you

    [2016-02-25 02:13:26] সবুজ :

    কোনটার পর কোন টা হবে বাংলায় বলেন

    [2016-08-12 05:51:51] atid:

    পার্টস সহ ছবিগুলো দিলে ভালো হতো ।


    Post a comment

    Powered by Rubel TTC .
    My Youtube Channel
    © Copyright 2008, www.rubelttc.xtgem.com.
    Email: rubelttc@yahoo.com

    pacman, rainbows, and roller s